একদিন কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটছিল। হঠাৎ এক আহত সারস পাখিকে দেখে সে সেবা করে সুস্থ করে তোলে। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখে এক রূপবতী নারী। আসলে সে-ই সারস, ভালোবাসায় মানুষ রূপে এসেছে। কিন্তু একদিন হঠাৎই দুঃখ নিয়ে উড়ে যায়—চিরদিনের জন্য।
Not Found
একদিন কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটছিল। হঠাৎ এক আহত সারস পাখিকে দেখে সে সেবা করে সুস্থ করে তোলে। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখে এক রূপবতী নারী। আসলে সে-ই সারস, ভালোবাসায় মানুষ রূপে এসেছে। কিন্তু একদিন হঠাৎই দুঃখ নিয়ে উড়ে যায়—চিরদিনের জন্য।
Share